শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদালয়ের অন্যতম নাট্য সংগঠন 'দিক' থিয়েটারের আয়োজনে মঞ্চস্থ হতে যাচ্ছে কাজী নজরুল ইসলামের সাপুড়ে গল্প অবলম্বনে নির্মিত নাটক 'নীলাখ্যান'। আগামী বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নাটকটির মঞ্চায়ন করা হবে। নাটকটির প্রযোজনা করেছে ঢাকার মহাকাল নাট্য সম্প্রদায়।
দিক থিয়েটারের ১৮ বছর পদার্পণ উপলক্ষ্যে চারদিনব্যাপী নাট্যউত্সব 'দিক নাট্যউৎসব ও পুনর্মিলনী-২০১৬'র তৃতীয় দিন নাটকটির প্রদর্শনী হবে।
নাটকটি রচনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনন জামান। নির্দেশনায় রয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইউসুফ হাসান অর্ক।
'দিক নাট্যউৎসব ও পুনর্মিলনী-২০১৬'র আহবায়ক রিফাত হোসাইন বলেন, 'নাটকে সাম্যের অন্দোলন, জীবনের ভাষায় মুক্তির অন্বেষন এই স্লোগান সামনে রেখে দীর্ঘ ১৮ বছর ধরে নাটকের মাধ্যমে সমাজ পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে দিক থিয়েটার। এর ধারাবাহিকতায় এবার দিক থিয়েটার চারদিনব্যাপী নাট্য উৎসবের আয়োজন করেছে।
তিনি আর বলেন, 'কাজী নজরুল ইসলামের সাপুড়ে গল্প অবলম্বনে নীলাখ্যান নাটকটির কাহিনি নির্মাণ করা হয়েছে। আশা করি তা দর্শকদের মাঝে ভালো সাড়া ফেলবে।। নাটকের প্রর্দশনীর জন্য টিকিটের শুভেচ্ছা মূল্য নির্ধারণ করা হয়েছে। যে কেউ চাইলেই কাম্পাসে স্থাপিত বুথ অথবা শোর আগে হল কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবে।
বিডি-প্রতিদিন/১৪ মে ২০১৬/শরীফ