দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দশ জেলায় আগামীকাল রবিবার ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টার পরিবহণ ধর্মঘট পালন করবে সড়ক পরিবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের দক্ষিণ-পশ্চিমাঞ্চল কমিটি।
পরিবহণ মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে দায়ের হওয়া চারটি মামলা প্রত্যাহার ও একটি মামলার সুষ্ঠু বিচারের দাবিতে এ ধর্মঘট কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এ ব্যাপারে আজ দুপুরে যশোর প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের দক্ষিণ-পশ্চিমাঞ্চল কমিটির সদস্য সচিব আব্দুর রহিম বকস্ দুদু। মানিকগঞ্জের ঘিওর থানায় দায়ের হওয়া মামলা প্রভাবশালীদের প্রভাবমুক্ত করে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে বিচারকাজ সম্পন্নের দাবি করেন তিনি। এ ঘটনায় দায়ের হওয়া ক্ষতিপূরণ মামলাকে আইনের সাথে অসংগতিপূর্ণ ও অবৈধ উল্লেখ করে তিনি মামলা দুটি প্রত্যাহারের দাবি করেন।
এছাড়া গ্রিনলাইন পরিবহণের সিলেটে দায়ের হওয়া দুটি মামলাও প্রত্যাহারের দাবি করেন তিনি।
আব্দুর রহিম বকস্ দুদু বলেন, তাদের এ দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল ভোর ৬টা থেকে সমগ্র খুলনা বিভাগে বাস, ট্রাক, ট্যাংক লরি, কাভার্ডভ্যনসহ সকল প্রকার ভাড়ায়চালিত পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহনে ৪৮ ঘণ্টা ধর্মঘট পালন করা হবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সভাপতি আজিজুল আলম মিন্টু, সীমান্ত পরিবহণ মালিক সমিতির সভাপতি ইকরামুল হক ইকু, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি রবিউল ইসলাম রবি প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ১৪ মে, ২০১৬/ আফরোজ