রাজধানীর পল্টনে একটি বিক্ষোভ মিছিল থেকে বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসবক দলের ৭ নেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার বেলা ২টায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা মামলায় অভিযোগপত্র দেওয়ার প্রতিবাদে এই মিছিল করা হয়।
পল্টন থানার সাবইন্সপেক্টর (এসআই) দুলাল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/১৪ মে ২০১৬/মাহবুব