রাজধানীর যাত্রাবাড়ী থেকে ১১ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার এ তথ্য জানান।
এর আগে, শুক্রবার দিবাগত গভীর রাতে তল্লাশি চালিয়ে যাত্রাবাড়ী এলাকার ধনিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় ইয়াবাবহনকারী রাকিব ও নূরুজ্জামান নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানা গেছে।
বিডি-প্রতিদিন/১৪ মে ২০১৬/মাহবুব