পিতাকে চাঁদার দাবিতে মারধর ও হত্যার হুমকি দেয়ার অপরাধে বেলাল উদ্দিন মুন্না নামে এক শিবির ক্যাডারকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে বায়েজিদ থানার চালিতাতলি এলাকা থেকে মুন্নাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া মুন্নার বিরুদ্ধে পাঁচলাইশের প্রাক্তন ওয়ার্ড কমিশনার ও আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী হত্যা, জায়গা দখল, চাঁদাবাজি ও শিবির ক্যাডার সাজ্জাদকে সহযোগিতার অভিযোগ রয়েছে।
বায়েজিদ থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, গ্রেফতার হওয়া মুন্না দীর্ঘদিন ধরে পিতার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি এবং সম্পত্তি লিখে দেয়ার জন্য পিতার ওপর নির্যাতন শুরু করে। গত ১০ মে মুন্না পিতা ও মাকে ব্যাপক মারধর করে। এরপর পিতা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে শনিবার মুন্নাকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চাওয়া হবে।
ওসি জানান, ১৯৯৯ সালে খুন আওয়ামী লীগ নেতা লিয়াকত হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন বেলাল উদ্দিন মুন্না। এ মামলা থেকে বাঁচতে ২০০০ সালের দিকে আবদুল আজিজ নাম ধারণ করে সৌদি আরবে চলে যান। পরে সংযুক্ত আবর আমিরাতেও থাকেন কয়েক বছর। লিয়াকত আলী হত্যার মামলা নিষ্পত্তি হওয়ার পর দেশে ফিরে আসনে মুন্না।
বিডি-প্রতিদিন/ ১৪ মে, ২০১৬/ আফরোজ