পুলিশ সুপার ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক উপ-কমিশনার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমকে এক মিনিটেরও কম সময়ের মধ্যে দুর্বৃত্তরা আটবার ছুরি দিয়ে জখম করেছে। আর প্রথমবার গুলি করার পর ব্যর্থ হয়ে দ্বিতীয়বার গুলি করেছে।
আজ রবিবার সকাল পৌনে ৭টার দিকে নগরীর জিইসি মোড়ের কাছে ও আর নিজাম রোডে মোটরসাইকেল আরোহীদের ছুরিকাঘাত ও গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মাহমুদা তার ছেলেকে স্কুলের বাসে তুলে দিতে গিয়েছিলেন।
পুলিশের ধারণা, জঙ্গিবিরোধী অভিযানে এসপির সক্রিয় ভূমিকার কারণে তাঁর স্ত্রীকে হত্যা করা হতে পারে। সুরতহাল প্রতিবেদনে মাহমুদা খানমের স্ত্রীর শরীরে ছুরিকাঘাতের আটটি আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর বুকে দুটি, পিঠে দুটি, বাঁ হাতে দুটি ও কনুইতে দুটি ছুরিকাঘাত করা হয়। বুকের ছুরিকাঘাতের আঘাত আধা ইঞ্চি পর্যন্ত গভীর। আর কপালে বিদ্ধ গুলিটি দেড় ইঞ্চি মতো গভীরে ঢোকে।
বিডি-প্রতিদিন/ ০৫ জুন, ২০১৬/ আফরোজ