শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পানিতে ডুবে নিলয় নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (৫ জুন) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী নিলয় মোহাম্মদ আজম (সিএসই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার জানান, দুপুরে পুকরে গোসলরত অবস্থায় ডুবে যায় নিলয়। পরে তার দেহ ভেসে উঠলে উদ্ধার করে রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। তার গ্রামের বাড়ি কুমিল্লা এবং পিতার নাম আবুল বাশার। তাদের স্থায়ী নিবাস চট্টগ্রামের নাসিরাবাদ আবাসিক এলাকায়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ