চট্টগ্রামের এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুর (৩২) মরদেহ রাজধানীর খিলগাঁওয়ের বাসায় পৌঁছেছে। রবিবার রাত ৯টা ৫৫ মিনিটে নিহতের বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মো. মোশাররফ হোসেনের খিলগাঁও মেরাদিয়া ভূঁইয়াপাড়ার (বাসা নং ২২০/এ) বাসায় নিয়ে আসা হয় তার মরদেহ।
এ সময় সেখানে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে ওঠে।
এর আগে রবিবার বিকেল সোয়া ৩টায় চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। নিহতের বাবা মোশাররফ হোসেন চট্টগ্রাম গিয়ে মেয়ের মরদেহ ঢাকায় নিয়ে আসেন।
বাড়ির কেয়ারকেটার ফোরকান বলেন, 'ঢাকায় জানাজা শেষে তাকে গ্রামের বাড়িতে দাফন করা হবে।'
আজ রবিবার সকাল পৌনে ৭টার দিকে নগরীর জিইসি মোড়ের কাছে ওআর নিজাম রোডে মোটরসাইকেল আরোহীদের ছুরিকাঘাত ও গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মাহমুদা তার ছেলেকে স্কুলের বাসে তুলে দিতে গিয়েছিলেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ