রাজধানীতে সহকর্মীর রাইফেল থেকে বের হওয়া গুলিতে শামীম আহমেদ (২৫) নামের এক পুলিশ কনস্টেবল (এপিবিএন) আহত হয়েছেন। তার মাথায় গুলি লেগেছে। রবিবার রাত সাড়ে ৯টার দিকে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আব্দুল গণি রোডে পুলিশ কন্ট্রোল রুমে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পুলিশ কন্ট্রোল রুমে এক কনস্টেবল তার রাইফেল পরিষ্কার করছিলেন। এ সময় ট্রিগারে চাপ লেগে গুলি বের হয়ে শামীমের মাথায় লাগে। আহত শামীমকে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ