রাজধানীর হাজারীবাগে এক নারী এনজিও কর্মীকে গুলি করে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে হাজারীবাগ বিএ ট্যানারি মোড়ে এ ঘটনা ঘটে।
গোয়েন্দা পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেলেও তাৎক্ষণিক ওই নারীর নাম পরিচয় জানা যায়নি। তাকে গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলিমুজ্জামান বলেন, ‘গুলি করে ছিনতাইয়ের খবর পেয়ে ঘটনাস্থলের দিকে যাচ্ছি। এর আগে একটি টিম পাঠানো হয়েছে। ওই এনজিও কর্মীকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ