হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ হাজার ৫০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। জব্দকৃত সিগারেটের মূল্য প্রায় পাঁচ কোটি টাকা। এটি এ যাবৎকালের সবচেয়ে বড় সিগারেটের চালান বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা সূত্র।
বৃহস্পতিবার সকালে মধ্যপ্রাচ্যের দুটি ফ্লাইটে আসা মন্ড, ডানহিল, বেনসন্স ও ইজি ব্র্যান্ডের সিগারেটগুলো জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর জানায়, বৃহস্পতিবার সকালে মধ্য প্রাচ্য থেকে আসা দু'টি ফ্লাইট থেকে ২৫০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। শাহজালালে এটি সাম্প্রতিক সিগারেট আটকের সবচেয়ে বড় চালান। এর মধ্যে এয়ার এরাবিয়ার (জি৯-৫২৩) ফ্লাইটে ১৭৪০ কার্টন ও বাকিগুলো কাতার এয়ারের (কিউআর২৮৩) ফ্লাইটে ঢাকায় আসে।
এসব সিগারেট আমদানি নীতি আদেশ ভঙ্গ করে আনা হয়েছিল। সিগারেটের উপর ৬০২ শতাংশ শুল্ক আরোপযোগ্য হওয়ায় এতে শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা করা হয়। আটক সিগারেটের মূল্য প্রায় ৫ কোটি টাকা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ