নাশকতার একটি মামলায় গাজীপুরের বরখাস্তকৃত মেয়র এমএ মান্নানকে ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। এক আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে মেয়র মান্নানের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এজে মোহাম্মদ আলী। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট আবু হানিফ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী টিকু।
আমিনুর রহমান জানান, ২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি আব্দুল মান্নানের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা করা হয়। ২০১৬ সালের ৫ এপ্রিল এই মামলায় তার বিরুদ্ধে চার্জশিট জমা দেয় পুলিশ। এ মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।
গত বছরের জানুয়ারি মাসে গাড়ি পোড়ানোর অভিযোগে গাজীপুরের জয়দেবপুর থানায় এ মামলা দায়ের করে পুলিশ। গত ১৫ এপ্রিল রাতে কালিয়াকৈরের মৌচাক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ