চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ব্যবসায়ীকে গুলি করে হত্যার অপরাধে দুই আসামিকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুরে আলম। বৃহস্পতিবার বিচারক এ রায় দেন। দণ্ডিত আসামিরা হলেন সুজিত চৌধুরী ও জয়দীপ দত্ত। আসামিরা বর্তমানে জামিন নিয়ে পলাতক আছেন।
অতিরিক্ত জেলা পিপি অ্যাডভোকেট লোকমান হোসেন চৌধুরী বলেন, আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় রাষ্ট্রপক্ষের আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দেন।
আদালত সূত্রে জানা যায়, জগদীশ চন্দ্র সিংহ চট্টগ্রামের খাতুনগঞ্জের একজন চা পাতা ব্যবসায়ী ছিলেন। ১৯৯৬ সালের ১৫ আগস্ট রাত তিনটার দিকে জগদীশ বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়ার লক্ষণ দীঘিরপাড়ে শিব মন্দিরের সামনে দিয়ে বাড়ি যাচ্ছিলেন। এসময় মন্দিরের ভেতর আগে থেকেই ওঁৎ পেতে থাকা আসামিরা জগদীশকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পরদিন জগদীশের স্ত্রী মঞ্জুশ্রী সিংহ বাদি হয়ে বোয়ালখালী থানায় মামলা করেন। তদন্তের পর মামলার চার্জশিট দেয়া হয় ১৯৯৭ সালের ১২ জানুয়ারি। ২০০০ সালে আসামিদের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেন। আদালত ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে দুই আসামিকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দেন।
বিডি-প্রতিদিন/ ২৩ জুন, ২০১৬/ আফরোজ