রাজধানীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তি নিহত হয়েছেন। মৎস্য ভবনের সামনে শুক্রবার ভোররাতের কোন এক সময় এ দুর্ঘটনা ঘটে।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, ওই ব্যক্তি আহতাবস্থায় সড়কের উপর পড়ে ছিলেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে সকাল সোয়া ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ