রাজশাহী মহানগরীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ মসজিদের সামনে লিফলেট বিতরণের সময় একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে জুমার নামাজ পর ওই ব্যক্তিকে আটক করা হয়। তবে ওই ব্যক্তির নাম ঠিকানায় জানাতে অস্বীকৃতি জানায় পুলিশ।
নগর পুলিশের উপ কমিশনার (পশ্চিম) একেএম নাহিদুল ইসলাম জানান, আটক ব্যক্তি হিজবুত তাহরীর সদস্য। তবে আগে শিবির করতেন বলে জানিয়েছেন আমাদের।
‘কিভাবে সংগঠন বদলালো বা আসলেই তার পরিচয় সম্পর্কে ঠিক কথা বলছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে নেওয়া হয়েছে।’
তবে আরও তদন্তের স্বার্থেই তার নাম ও ঠিকানা প্রাথমিকভাবে প্রকাশ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন তিনি।
বিডি-প্রতিদিন/ ২৪ জুন ১৬/ সালাহ উদ্দীন