পুরান ঢাকার চকবাজারের কেল্লার মোড় এলাকার টিনশেড বাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় দগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন ৩ জন। শুক্রবার দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর আগে ১টা ২০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন- হুমায়ন (১৭) এবং আব্দুল মজিদ (২৫) ও আব্দুল বাতেন (২৭)। তারা জানান, ঘটনাস্থলের পাশে চারতলা ভবনের একটি পলিথিন কারখানায় কাজ করেন তারা। আগুন লাগার পর তাড়াহুড়া করে বের হতে গিয়ে দগ্ধ হন তারা।
ঢামেক বার্ন ইউনিটের চিকিৎসক উম্মে সালমা জানান, দগ্ধ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শ্বাস নালী পুড়ে গেছে।
এদিকে আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মাহমুদুল হক বলেন, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।
বিডি প্রতিদিন/ ২ সেপ্টেম্বর ২০১৬/হিমেল-১০