মিরপুর রূপনগরের ৩৩ নম্বর হাউজিংয়ের একটি জঙ্গি আস্তানায় অভিযান চলাকালে দুই ওসিসহ চারজন আহত হয়েছেন। আহতরা হলেন- রূপনগর থানার ওসি-তদন্ত শাহীন ফকির ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ আলম এবং উপ-পরিদর্শক (এসআই) মমিনুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বোখারী।
শাহীন ফকির হাতে গুলিবিদ্ধি এবং শহীদ ও মমিনুলের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। দু’জনকেই আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে আহত দুই ওসিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর পান্থপথে অবস্থিত স্কয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দায়িত্বরত পুলিশ কর্মকর্তা।
মিরপুর পুলিশ ও পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট এ অভিযান পরিচালনা করছে।
বিডি প্রতিদিন/ ০২ সেপ্টেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন