রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় ‘জঙ্গিবিরোধী’ অভিযানে নিহত ‘মেজর’ জঙ্গি মুরাদের মরদেহ নিতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে ডিএমপির ক্রাইম সিন ইউনিট।
শুক্রবার দিবাগত রাত ১২টার কিছু সময় পর দু’টি গাড়ি (একটি অ্যাম্বুলেন্স) নিয়ে তারা ঘটনাস্থলে উপস্থিত হন।
এর আগে রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ওই এলাকার ৩৩ নম্বর রোডের ৩৪ নম্বর বাসার ছয়তলা ভবনের নিচতলায় অভিযান চলাকায় পুলিশ ও ডিএমপি’র কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। অভিযানে ‘মেজর’ মুরাদ নামে এক জঙ্গি নিহত ও দুই ওসিসহ চারজন আহত হন।
বিডি প্রতিদিন/ ০২ সেপ্টেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন