ঢাকার কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রীদের জন্য এবং পূর্বাচলে ছাত্রদের জন্য হল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রবিবার সচিবালয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও হলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে তিনি এমন আশ্বাস দেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, হলের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক।তবে একটি কলেজের কাঠামো থেকে বিশ্ববিদ্যালয়ে রূপ নেয়া প্রতিষ্ঠানে এমন অনেক সংকট থাকা স্বাভাবিক বলে মনে করেন তিনি।
পুরান ঢাকায় অনেক জায়গা বাংলাদেশ ব্যাংকের মালিকানায় থাকায় তা বিশ্ববিদ্যালয়কে দেয়া সম্ভব না জানিয়ে মন্ত্রী বলেন, এ জন্য কেরানীগঞ্জে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জায়গায় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের একটি পরিকল্পিত আবাসন প্রকল্প গড়ে তোলা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, পুরান ঢাকার পরিত্যক্ত কারাগারের জমিতে হল নির্মাণের পাশাপাশি নতুন হলের দাবিতে প্রায় এক মাসের বেশি সময় ধরে আন্দোলন করে আসছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
বিডি-প্রতিদিন/০৪ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব