ঢাকার অদূরে আশুলিয়ার টেঙ্গুরী এলাকার এক শ্রমিক কলোনীতে আগুন লেগে পাচঁটি ঘর পুড়ে গেছে। খবর পেয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় স্থানীয সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করেছে ফায়ার ডিইপিজেডের সার্ভিসের দুইটি ইউনিট। তবে শ্রমিকদের ঘরের পুড়ে গেছে আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার।
রবিবার দুপুরে আশুলিয়ার টেঙ্গুরী এলাকার আবুল হোসের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, টেঙ্গুরীর আবুলের টিনশেড বাসাবাড়ির একটি ঘরে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ডিইপিজেড ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ ঘণ্টা পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
এসময় বাসাভাড়ির পাঁচটি ঘরের আসবাপত্র, নগদ টাকাও স্বর্ণালঙ্কার পুড়ে যায়। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
আশুলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহাসিনুল কাদির বলেন, আগুন লাগার খবর পেয়ে আমি ফায়ার সার্ভিসের খবর দেয়। কিভাবে আগুল লাগেছে তা তদন্ত করা হচ্ছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/০৪ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব