বরিশাল নগরীর গগনগলিতে ফারজানা আক্তার নামের এক ফেন্সিডিল বিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের দণ্ডাদেশ দেয়া হয়েছে।
বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম আসামির অনুপস্থিতিতে সোমবার বিকেলে এই রায় ঘোষণা করেন।
ফারজানা আক্তার নগরীর গগনগলি এলাকার ভাড়াটিয়া বাসিন্দা মোস্তাফিজুর রহমান বিশ্বাসের স্ত্রী।
ট্রাইব্যুনাল সূত্র জানায়, ২০১৩ সালের ৮ আগস্ট কোতয়ালী থানা পুলিশ গগনগলি এলাকায় ফারজানার ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৭২ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় কোতোয়ালী থানার তৎকালীন এসআই মহিউদ্দিন শেখ বাদী হয়ে ফারজানাকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। একই বছরের ৭ সেপ্টেম্বর ফারজানাকে অভিযুক্ত করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল মালেক আদালতে অভিযোগপত্র জমা দেন। ১০ জনের সাক্ষ্য শেষে ট্রাইব্যুনালের বিচারক রবিবার রায় প্রদান করেন।
বিডি-প্রতিদিন/০৪ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব