গাজীপুরের টঙ্গী মুদাফা ভোলারটেক এলাকায় রবিবার অভিযান পরিচালনা করে তিন শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস টঙ্গী জোন। এছাড়া একহাজার ফুট গ্যাস লাইন উচ্ছেদসহ পাঁচ হাজার ফুট গ্যাস লাইনে ছিদ্র করে দেওয়া হয়েছে। তিতাস গ্যাস টঙ্গী জোনের ম্যানেজার প্রকৌশলী অজিত চন্দ্রের নেতৃত্বে রবিবার বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান চলে।
অভিযানকালে, উপ-ব্যবস্থাপক রফিকুল ইসলাম, মেজবাহ উর রহমান, আবদুর রাজ্জাক, সহ-ব্যবস্থাপক শাহ এমদাদ হোসেন, সহকারি প্রকৌশলী রেদওয়ানুজ্জামানসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ম্যানেজার অজিত চন্দ্র দেব বলেন, আমরা মুদাফা এলাকার বিশারটেক, বাঘবাড়ি ভোলারটেকসহ এ পর্যন্ত প্রায় তিন হাজার সংযোগ বিচ্ছিন্ন করেছি। তবে আমাদের পক্ষ থেকে মাইকিং করার পর অনেক গ্যাস ব্যবহারকারী নিজেদের উদ্যোগে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, আমরা ৪০ হাজার থেকে ৬০ লাখ টাকা পর্যন্ত খরচ করে গ্যাসের প্রতিটি সংযোগ নিয়েছি। হঠাৎ করে গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার কারণ কী?
বিডি-প্রতিদিন/এস আহমেদ