রাজধানীর আজিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় 'জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে মরিচের গুড়া ছিটিয়ে দেয় বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি সিদ্দিকুর রহমান।
আহত ৫ পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর তিনি সাংবাদিকদের বলেন, জঙ্গিদের মরিচের গুড়ায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া তাদের শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।
পুলিশের এই অভিযানে আব্দুর রহিম নামের এক জঙ্গি নিহত হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় শারমিন (২৫) নামে সন্দেহভাজন এক নারী জঙ্গিসহ তিনজনকে আটকের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার রাত পৌনে ৮টার দিকে বিজিবি'র ২ নম্বর গেটের কাছে অভিযান চালায় পুলিশ। এ সময় জঙ্গিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনাও ঘটে। এ সময় পুলিশ কনস্টেবল লাবলু জামাল (২০), রামচন্দ্র বিশ্বাস (১৯), শাহজাহান আলী (২৩), মাহতাব উদ্দিন (২১) ও জহির উদ্দিন (২১) আহত হন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিডি-প্রতিদিন/১০ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব