‘ভারত থেকে আসা উজানের অভিন্ন নদীর পানির ন্যায্য অধিকার আদায়ে সরকারের আরও কার্যকর ভূমিকা রাখা উচিত। শুধু তাই নয়, এই পানির ন্যায্য অধিকার আদায় ও সঠিক ব্যবহারে নাগরিক সমাজের অংশগ্রহণ সুনিশ্চিত করা প্রয়োজন।’
সিলেটে ‘হাওড়, জলমহাল ব্যবস্থাপনা এবং অভিন্ন নদীর পানিতে বাংলাদেশের অধিকার’ বিষয়ক সেমিনারে প্যানেল আলোচকের বক্তব্যে এমন মন্তব্য করেন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি-বেলা’র নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি আরও বলেন, দেশের হাওড়-বাওড় ও জলমহাল ব্যবস্থাপনায় প্রকৃত জেলে ও সংশ্লিষ্ট জনগনের জীবন জীবিকার উন্নয়নের বিষয়টিকে প্রাধান্য দিতে হবে। পাশপাশি জলজ প্রাণবৈচিত্র্য ও পরিবেশগত সুরক্ষার বিষয়ে আরোও সচেতন হওয়া প্রয়োজন।
আজ শনিবার দুপুরে সিলেট নগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে এএলআরডি, বেলা ও এফআইভিডিবি’র যৌথ আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
এফআইভিডিবি’র প্রধান নির্বাহী যেহীন আহমদের সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন সিএনআরএস এর রিজিওনাল কো-অর্ডিনেটর মাজহারুল ইসলাম জাহাঙ্গীর ও বাংলাদেশ পানি সম্পদ পরিকল্পনা সংস্থার সাবেক মহাপরিচালক প্রকৌশলী ইনামুল হক।
বিডি-প্রতিদিন/ ১৫ অক্টোবর, ২০১৬/ আফরোজ