মহান মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে পটুয়াখালীর রাজাকার ইসহাক সিকদারসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হবে কি না তা জানা যাবে আগামী ১৭ নভেম্বর।
এই মামলার অন্য চার আসামি হলেন- আব্দুল গণি হাওলাদার, আব্দুল আওয়াল ওরফে মৌলবী আওয়াল, আব্দুস সাত্তার প্যাদা ও সোলায়মান মৃধা।
বিচারপতি মো. আনোয়ারুল হক নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রবিবার এই দিন রেখে আদেশ দেন। আদালতে ছিলেন দুই প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও রেজিয়া সুলতানা চমন।
এর আগে গত ১৩ অক্টোবর এই পাঁচ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর পরোয়ানা জারি পর এই ৫ আসামিকেই গ্রেফতার করে পুলিশ।
বিডি-প্রতিদিন/ ১৬ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন