বরিশালের কালাবদর ও জয়ন্তী নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার কারেন্ট জালসহ ৩ জেলেকে আটক করেছে নৌ পুলিশ।
রবিবার সকালে পরিচালিত ওই অভিযানে আটককৃতরা হে আলী হোসেন, সোলেমান এবং জাকির হোসেন।
বরিশাল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শফিকুল ইসলাম জানান, মা ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে রবিবার সকালে কালবদর ও জয়ন্তী নদীতে অভিযান চালায় নৌ পুলিশ। এ সময় মাছ ধরারত ৩ জেলেকে ৫ হাজার মিটার কারেন্ট জালসহ আটক করেন তারা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ৩ জেলের মধ্যে ২ জনকে কারাদন্ণ্ড এবং ১ জনকে অর্থদণ্ড দেয়া হয়।
বিডি-প্রতিদিন/১৬ অক্টোবর, ২০১৬/মাহবুব