বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মাহামুদ জুয়েলকে মুঠোফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে হত্যার হুমকি দেয়া হয়েছে।
এ ঘটনায় রবিবার সকালে কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি।
সাধারন ডায়রি সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর বিকেল ৩টা ১০ মিনিটে ০১৬২৯৯৬৭৫৫১ নম্বর থেকে বরিশাল সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহামুদ জুয়েলের ব্যবহৃত মুঠোফোনে একটি ক্ষুদে বার্তা আসে। ইংরেজীতে (Be Careful, validity of your, Existence is waiting under our sharp sword, ABT 14) লেখা ওই ক্ষুদে বার্তায় তাকে হত্যার হুমকি দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহামুদ জুয়েল বলেন, হত্যার হুমকির ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই নিরাপত্তার জন্য থানায় সাধারন ডায়রি করেছেন তিনি।
কোতয়ালী মডেল থানার ওসি শাহ্ মো. আওলাদ হোসেন জানান, জিডি তদন্ত করে তথ্য প্রযুক্তির মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেটের হুমকীদাতাকে সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/ ১৬ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন