ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত পরিচয় (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পরণে কালো রংয়ের ছাপা শার্ট ও জিন্সের প্যান্ট ছিল।
রবিবার দুপুরে মাঝ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সামসুল আলম।
তিনি বলেন, দুপুরে স্থানীয়রা নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ১০/১৫ দিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
বিডি-প্রতিদিন/১৬ অক্টোবর, ২০১৬/মাহবুব