ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সের চাপায় ৪ জন নিহত হওয়ার ঘটনায় করা মামলায় হেলপার সোহেলকে একদিন রিমান্ডে নেওয়ার অনুমাতি দিয়েছেন আদালত। রবিবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আসামি সোহেলকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ৭ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এসময় আসামির আইনজীবী মো. জিন্নাত আলী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, এই আসামি সোহেলকে অ্যাম্বলেন্সের মালিক ও ড্রাইভার যোগসাজসে লাইসেন্স না থাকা সত্ত্বেও বেপরোয়া চালাইয়া মামলার ঘটনা ঘটিয়েছে। তাই ঘটনার বিষয়ে বিস্তারিতভাবে জিজ্ঞাসাবাদ করতে আসামিকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
এর আগে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে দ্রুতগামী ওই অ্যাম্বুলেন্সের চাপায় একজন অন্তঃসত্ত্বা নারীসহ চারজন নিহত হন। আহত হন আরও তিনজন। পরে অ্যাম্বুলেন্সটির চালক সোহেলকে জনতা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
বিডি-প্রতিদিন/১৬ অক্টোবর, ২০১৬/মাহবুব