বিএনপি কার্যনির্বাহী সদস্য ও ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ড্যাব) নেতা কাজী মাজহারুল ইসলাম দোলনকে গ্রেফতার করা হয়েছে।
রাজধানীর কলাবাগান থানার একটি মামলায় তাকে রবিবার সন্ধ্যায় ধানমণ্ডি থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ধানমন্ডি থানার ওসি মো. আবদুল লতিফ বলেন, সন্ধ্যায় ধানমন্ডির ৪/এ নম্বর রোডের ৩৯ নম্বর বাসা থেকে দোলনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কলাবাগান থানায় ওয়ারেন্ট থাকায় তাকে ওই থানা পুলিশের একটি দল গ্রেফতার করেছে বলে জানান ওসি।
বিডি-প্রতিদিন/ ১৬ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন