অনলাইন অ্যাকটিভিস্ট নাজিমউদ্দিন সামাদ (২৭) হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রাশিদুন নবী নামের একজনকে আটক করা হয়েছে। গতকাল রবিবার রাতে রাজধানীর সায়েদাবাদে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ও গোয়েন্দা বিভাগ অভিযান চালিয়ে রাশিদুন নবীকে আটক করে।
সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এ খবর জানিয়েছে।
চলতি বছরের ৬ এপ্রিল রাতে পুরান ঢাকার সূত্রাপুরে নাজিমউদ্দিনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের ছাত্র নাজিমউদ্দিন সিলেট গণজাগরণ মঞ্চের সঙ্গে জড়িত ছিলেন।
নাজিমউদ্দিন খুন হওয়ার পর সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানায়, আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা একিউআইএসের বাংলাদেশ শাখা আনসার আল-ইসলাম ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
বিডি প্রতিদিন/১৭ অক্টোবর, ২০১৬/ফারজানা