সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি এবং সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের সমন্বয়ক অজয় রায় আর নেই।
রাজধানীর বারডেম হাসপাতালে সোমবার ভোর ৫টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি ও গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক বাপ্পাদিত্য বসু এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, শনিবার সন্ধ্যা থেকে বর্ষীয়ান এই রাজনীতিককে বারডেম হাসপাতালের সিসিইউতে নিবীড় পর্যবেক্ষণে রাখা হয়।
সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের নেতা সালেহ আহমেদ তখন জানান জানান, বার্ধক্যজনিত নানা রোগ নিয়ে গত ছয় দিন আগে বারডেম হাসপাতালে ভর্তি করা হন। শনিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে নিবীড় পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকরা।
বিডি-প্রতিদিন/১৭ অক্টোবর, ২০১৬/মাহবুব