হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ ফেরত এক যাত্রীর পায়ুপথ থেকে ৮টি স্বর্ণের বারের সন্ধান পেয়েছেন শুল্ক গোয়েন্দারা।
সোমবার সকাল ১০টায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে ঢাকায় আসেন ওই যাত্রী। এরপর গ্রিন চ্যানেল পার হওয়ার সময় সন্দেহজনক তাকে আটক করে জিজ্ঞাসবাদ করা হয় বলে জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান।
আটক যাত্রীর নাম মোহাম্মদ মোর্শেদ হোসেন (৩০)। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে।
মইনুল খান আরও জানান, ‘জিজ্ঞাসাবাদে ওই যুবক তার রেক্টামে (পায়ুপথে) আটটি স্বর্ণবার থাকার কথা স্বীকার করেছেন। বিশেষ ব্যবস্থায় এই স্বর্ণ বের করার প্রক্রিয়া চলছে।’
বিডি-প্রতিদিন/১৭ অক্টোবর, ২০১৬/মাহবুব