চট্টগ্রাম নগরীর কোতয়ালি থানার টেরিবাজার আফিম গলি থেকে অঞ্জন ধর (৩৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার গলায় ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। দাম্পত্য কলহের জের ধরে অঞ্জনকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
সোমবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে আফিম গলিতে জনৈক নেপাল বাবুর বিল্ডিংয়ের পঞ্চম তলায় বাসার দরজা ভেঙে বস্তাবন্দি মরদেহটি পায় পুলিশ।
এ ঘটনায় অঞ্জনের স্ত্রী ও শ্যালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, অঞ্জন নগরীর হাজারী লেইনে একটি স্বর্ণের দোকানের কর্মচারি ছিল। মরদেহ একেবারে পঁচে-গলে গেছে। সিআইডির ফরেনসিক টিম এসেছিল। তারা গলায় ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন পেয়েছে।
তিনি জানান, অঞ্জনের এক ছেলে ও এক মেয়ে আছে। দরজা ভাঙার সময় তারা কেউই বাসায় ছিল না। বেলা ১২টার দিকে ছেলে-মেয়েদের নিয়ে তার স্ত্রী বাসায় আসে। স্ত্রী জানিয়েছেন, তিনি ছেলেমেয়েদের স্কুল থেকে আনতে গিয়েছিলেন। পুলিশ স্ত্রীকে আটক করেছে।
অঞ্জনের বাড়ি বাঁশখালী উপজেলার জলদি গ্রামে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ