বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবে বৃষ্টি (০৯) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) সকালে বুড়িগঙ্গা নদীর লালকুঠি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, সকালে বৃষ্টি তার মায়ের সঙ্গে ঢাকায় আসছিলো। তারা দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চরকালিগঞ্জ তৈলঘাট থেকে লালকুঠি ঘাটে যাওয়ার জন্য নৌকায় ওঠে। নৌকাটি সদরঘাট লঞ্চ টার্মিনালের কাছাকাছি পৌঁছালে কয়েকটি চলমান লঞ্চ থেকে উৎপন্ন ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। এসময় বৃষ্টির মা ও অন্যান্য যাত্রীরা সাঁতরে উপরে উঠে আসলেও বৃষ্টি নিখোঁজ হয়।
হাসনাবাদ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সামসুল আলম বলেন, বৃষ্টিকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ