নাশকতার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ আমানসহ ৩৭ জনের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছে আদালত। মামলার আসামিদের মধ্যে আমানউল্লাহ আমান ছাড়া বাকিরা বিএনপির কর্মী বলে জানান আইনজীবী বাবুল।
অভিযোগ গঠনের সময় আমানের পক্ষে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানালেও তাতে সাড়া মেলেনি।
ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোস্তাফিজুর রহমান সোমবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
এ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ারুল কবির বাবুল বলেন, বিচারক অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১০ জানুয়ারি দিন রেখেছেন।
২০১৩ সালের ২৮ নভেম্বর কেরাণীগঞ্জ থানার কালিন্দী ব্রিজ এলাকায় নাশকতার অভিযোগে কেরাণীগঞ্জ থানার এসআই অশোক কুমার বাদি হয়ে মামলাটি করেন।
বিডি-প্রতিদিন/ ১৭ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন