বরিশাল সরকারী পলিটেকনিক ইনস্টিটিউটে তোফায়েল আহম্মেদ মনির নামে এক ছাত্রকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।
সোমবার দুপুরে ইনস্টিটিউটের প্রধান ফটকে তাকে কুপিয়ে আহত করা হয়।
আহত মনির জেলার গৌরনদী উপজেলার বাসিন্দা ও পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল ৫ম পর্বের ছাত্র। তাকে শেরে-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
আহত মনির জানায়, সোমবার দুপুরে কলেজের প্রধান ছাত্রাবাসে এক বন্ধুর সাথে দেখা করে প্রধান ফটকের সামনে যাওয়া মাত্রই নিসাদ, হিমেল, হাসানসহ বেশ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় এবং কুপিয়ে আহত করে। পরে অন্যান্যরা তাকে হাসপাতালে ভর্তি করে।
কোতয়ালী মডেল থানার ওসি শাহ্ মো. আওলাদ হোসেন জানান, এক ছাত্রকে কুপিয়ে আহত করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।
বিডি-প্রতিদিন/ ১৭ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন