বরের বয়স ৫৫ বছর, কনের বয়স ১৪! তবে কিশোরীকে বিয়ে করতে গিয়ে জরিমানা গুণতে হল ৫৫ বছর বয়সী মো. রফিক নামের এক ব্যবসায়ীকে। ভ্রাম্যমাণ আদালত বিয়ে ভেঙে দিয়ে কিশোরী জোৎস্না আক্তারের মা-বাবাকেও জরিমাণা করেন।
সোমবার চট্টগ্রামের বোয়ালখালীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রফিককে এক হাজার টাকা এবং জোৎস্নার বাবা বাদশা মিয়া এবং তার স্ত্রীকেও এক হাজার করে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, চট্টগ্রামের রাউজান উপজেলার মো. রফিক নামের এক ব্যবসায়ী থাকেন নগরের চান্দগাও এলাকায়। সেখানে তার নিজস্ব দুটি ভবন ও ব্যবসা প্রতিষ্ঠান আছে। অন্যদিকে, চট্টগ্রামের বোয়ালখালীর খরণদ্বীপ ইউনিয়নের বাসিন্দা জোৎস্না আক্তার। সে স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী।
বোয়ালখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবুল আলম বলেন, রফিক আগেও একবার বিয়ে করেছিলেন। এক বছর আগে ওই স্ত্রীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়। সেই সংসারে দুই মেয়ে ও এক ছেলে আছে। জোৎস্নার বাবা মধ্যবিত্ত হলেও রফিকের অর্থের লোভে পড়ে মেয়েকে বিয়ে দিতে রাজি হন।
সম্প্রতি রফিকের প্রথম স্ত্রী ইউএনওর কাছে অভিযোগ করেন, রফিক তালাকের শর্ত অনুযায়ী তাকে ভরণপোষণ দিচ্ছে না। এরপর আবার অপ্রাপ্তবয়স্ক একটি মেয়েকে বিয়ের চেষ্টা করছেন। অভিযোগের পর রফিক ও জোৎস্নার মা-বাবাকে তলব করা হয়। এরপর বাল্যবিবাহ প্রতিরোধ আইনে তাদের জরিমানা এবং বিয়ের আয়োজন বন্ধ করার আদেশ দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/ ১৭ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন