চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার রাজখালী এলাকায় চেয়ার কোচের ধাক্কায় রিকসারোহী এক নারী নিহত হয়েছেন। তার নাম তাছলিমা বেগম (২২)। এ ঘটনায় রিকসা চালক মোহাম্মদ হোসেন ও তাছলিমার ছোট ভাই মোহাম্মদ আরাফাত গুরুতর আহত হয়েছেন। তারা দু'জনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
বাকলিয়া থানার এস আই মোহাম্মদ শাহীন জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের একটি চেয়ার কোচ নগরীর প্রবেশ মুখে রাজাখালী বিশ্বরোড এলাকায় একটি রিকসাকে ধাক্কা দেয়। এসময় রিকসাটি দুইজন আরোহীসহ সড়কের ৫ থেকে ৭ ফিট নিচে পড়ে যায়। এতে তাছলিমা বেগম ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজনের ধাওয়ায় কোচ চালক ও সহকারিরা তুলাতলী বিশ্বরোড এলাকায় গাড়ি ফেলে পালিয়ে যায়। গাড়িটি আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ