সিলেটের এমসি কলেজ কেন্দ্রে পরীক্ষা শেষে বের হয়ে ছাত্রলীগ নেতা বদরুলের হামলায় মারাত্মক আহত কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসের ডান হাতের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
রাজধানীর স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের সহযোগী পরিচালক ডা. মির্জা নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, হামলার আঘাত ঠেকানোর সময় খাদিজার হাতের 'মাসল চেইন' কেটে গেছে। এজন্য অস্ত্রোপচার করতে হচ্ছে। তার অস্ত্রোপচার সফল হয়েছে।
প্রসঙ্গত, গত ৩ অক্টোবর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপায় খাদিজাকে। উপর্যুপরি কোপে খাদিজার মাথার খুলি ভেদ করে তার মস্তিষ্কও ক্ষতিগ্রস্ত হয়।
বিডি-প্রতিদিন/ ১৭ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন