আশুলিয়ার ভাদাইল এলাকায় মাদক সেবনের দায়ে দুইজনকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তরা হলেন- আশুলিয়ার ভাদাইল এলাকার রিপন (২৫) ও শ্রীপুর এলাকার আমীর (২৪)।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট বিকাশ চন্দ্র সরকার এ রায় দেন।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই ) রফিকুল ইসলাম জানান, আশুলিয়ার ভাদাইল এলাকার আক্কাস আলীর মার্কেটের সামনে রিপন ও আমীর মাদক সেবন করছিলেন। এসময় স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে আটক করে ভ্রাম্যমাণ আদালতে নিয়ে গেলে দু'জনকে ৬ মাস করে কারাদণ্ড দেন।
বিডি-প্রতিদিন/ ১৭ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন