রাজধানীর ইডেন কলেজের সাবেক অধ্যাপক আলী হোসেন মালিক হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)। আজ মঙ্গলবার সকালে র্যারেব পক্ষ থেকে পাঠানো এক এসএমএস বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, রাজধানীর ইডেন কলেজের সাবেক অধ্যাপক আলী হোসেন হত্যার ঘটনায় তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৪। এসময় লুট হওয়া অর্থও উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত ১১ অক্টোবর রাজধানীর বনানী ডিওএইচএসের একটি বহুতল ভবন থেকে হাত-পা বাঁধা অবস্থায় অধ্যাপক আলী হোসেন মালিকের (৬৮) লাশ উদ্ধার করে পুলিশ।
বিডি প্রতিদিন/ ১৮ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম