সাভারে ডিবির উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামানের নেতৃত্বে পৌর এলাকার ইমান্দিপুর মহল্লায় আজ সকালে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, এ সময় তাদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবাসহ হেরোইন উদ্ধার করা হয়েছে।
ঢাকা উত্তর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম ছায়েদ জানান, সাভার থানায় গ্রেফতারকৃত ফর্মা আমিনুলের নামে হত্যা, ছিনতাই, চুরি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কয়েকটি মামলা রয়েছে । এছাড়া আটককৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এ মজুমদার