ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবে নিখোঁজ শিশু বৃষ্টি আক্তারের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে লাশটি ভেসে উঠলে উদ্ধার করা হয়।
হাসনাবাদ নৌ পুলিশ ফাড়িঁর এসআই মো. সামসুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আজ মঙ্গলবার দুপুরে স্থানীয়দের দেওয়া খবরে বুড়িগঙ্গা নদী থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। কোনো অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, সোমবার সকালে সদরঘাট লঞ্চ টার্মিনালের কাছে নৌকাডুবির ঘটনায় বৃষ্টি আক্তার নামের ওই শিশুটি নিখোঁজ হন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশ উদ্ধার কাজ চালালেও তার কোনো সন্ধান পায়নি।
বিডি প্রতিদিন/ ১৮ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম