মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর কাপড়ের রঙ পোয়া মাছে মিশিয়ে বিক্রির অভিযোগে চট্টগ্রামে তিন বিক্রেতাকে ১৫ হাজার টাকা জরিমানা ও ৩১ কেজি মাছ ধ্বংস করা হয়েছে। একই অভিযানে অবৈধভাবে ৯ ইঞ্চির চেয়ে ছোট আকারের রুই জাতীয় মাছ বিক্রির অপরাধে অপর তিনজনকে মোট ১৫ হাজার টাকা জরিমানা ও ২২ কেজি মাছ জব্দ করা হয়।
মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে নগরীর রিয়াজুদ্দিন বাজার, ফিশারিঘাট ও পাহাড়তলী বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফোরকান এলাহি অনুপম এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়ে সামুদ্রিক পোয়া মাছে ক্ষতিকর কাপড়ের রঙ লাগিয়ে বিক্রির অপরাধে মনসুর আলম, জাকির হোসেন ও নুরুল হক নামে তিন মাছ বিক্রেতাকে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা ও ৩১ কেজি মাছ জব্দ করা হয়। এ সময় রঙ মেশানো ক্ষতিকর মাছ ঘটনাস্থলে ধ্বংস করা হয়। তাছাড়া ফিশারিঘাট এলাকায় আইনত নিষিদ্ধ ঘোষিত ৯ ইঞ্চির চেয়ে ছোট আকারের রুই জাতীয় মাছ বিক্রির অপরাধে মো. জসিম ও মো. আলমগীর নামের দুই মাছ বিক্রেতাকে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা ও ১৫ কেজি মাছ জব্দ করা হয়। অন্যদিকে পাহাড়তলী বাজারে একই অপরাধে সাব্বির আহম্মেদ নামের আরেক মাছ বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা ও ৬ কেজি ৮০০ গ্রাম মাছ জব্দ করা হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ