চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে আগে বিভিন্ন সময়ে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ছিল। এবার সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় এই ছয় শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী নিজস্ব ক্ষমতাবলে তাদের বহিষ্কারের নির্দেশ দেন বলে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বিভিন্ন বিভাগের এই ছয় শিক্ষার্থীকে বহিষ্কার করার বিষয়টি নিশ্চিত করেছেন।
বহিষ্কৃতরা হলেন পদার্থবিদ্যা বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের নিয়াজ উদ্দিন পাঠান, অর্থনীতি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মো. লোকমান হোসেন, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের আব্দুল্লাহ আল কায়সার, চারুকলা ইনস্টিটিউটের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের আনোয়ার হোসেন ও ২০১৫-১৬ শিক্ষাবর্ষের দিপ্র বণিক এবং লোক প্রশাসন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের আহমেদ আলী।
বিডি-প্রতিদিন/১৮ অক্টোবর, ২০১৬/মাহবুব