রাজধানীর রূপনগর এলাকায় চালককে হত্যা করে গাড়ি চুরির ঘটনায় ওয়াশিম খান (২০) ও শেখ সিরাজ (২৭) নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় ফরিদপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া গাড়িটি যশোর থেকে উদ্ধার করা হয়।
রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, চুরি করা গাড়িটি তারা বিক্রির জন্য চেষ্টা করেন। বিক্রি করতে না পেরে সেটা যশোরে ফেলে রেখে আসে বলে আসামিরা জানিয়েছে।
বিডি-প্রতিদিন/ ০২ নভেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন