সাভারে বাল্যবিয়ের অভিযোগে বর ও কনেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সাভার পৌর এলাকার দক্ষিণ রাজাশন এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে সাভার মডেল থানা পুলিশ তাদের আটক করে।
আটকরা হলেন, সাভারের দক্ষিণ রাজাশন এলাকার সরওয়ার হোসেনের মেয়ে রাবেয়া আক্তার রিনি (১৫) ও তাজুল ইসলামের ছেলে মোস্তফা কামাল অপুর (২৬)।
পুলিশ জানায়, বুধবার রাতে দক্ষিণ রাজাশন এলাকায় তাদের বাল্যবিয়ে হয়। পরে পুলিশ সকালে খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে বর ও কনেকে আটক করে। এ ঘটনার পর থেকে বর ও কনের বাবার বাড়ির লোকজন পলাতক রয়েছেন।
সাভার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) সুদীপ্ত শাহীন জানান, এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া তদন্ত করে বর ও কনের বাবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/ ০৩ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-৬