রাজধানীর জুরাইনে গ্যাস লাইনের আগুনে জেসমিন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান তিনি।
এর আগে, গত শনিবার নিহতের ছেলে রনি (১০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে অগ্নিদগ্ধ আরও তিনজন চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল মৃত্যুর বিষয়টি জেসমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
প্রসঙ্গত, গত ২২ অক্টোবর সকালে জুরাইনে গ্যাস লিক করে আগুন লেগে একই পরিবারের চারজনসহ ওই পাঁচজন দগ্ধ হন। এরপর তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
বিডি-প্রতিদিন/০৩ নভেম্বর, ২০১৬/মাহবুব