চট্টগ্রাম শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে দুই দিনব্যাপী শিশুসাহিত্য সম্মেলন শুক্রবার শুরু হতে যাচ্ছে। এদিন বিকেল সাড়ে ৪টায় সম্মেলনের উদ্বোধন করবেন বরেণ্য শিক্ষাবিদ ড. আনিসুজ্জামান।
চন্দ্রাবতী একাডেমি আয়োজিত এ সম্মেলনে কর্মসূচির মধ্যে রয়েছে- শিশুসাহিত্য পুরস্কার প্রদান, স্বরচিত লেখা পাঠ, ‘শিশুসাহিত্যের প্রকাশনার ২০০ বছর’ শীর্ষক সেমিনার, মুক্ত আলোচনা, আবৃত্তি, সংগীত, নৃত্য, সাংস্কৃতিক প্রতিযোগিতা, শিশু-কিশোর সমাবেশ ও বইমেলা।
উদ্বোধনী অনুষ্ঠানে শাহজাহান কিবরিয়া, সেলিনা হোসেন ও আবুল মোমেন- এই তিন লেখককে শিশুসাহিত্য পুরস্কার প্রদান করা হবে।
শিক্ষাবিদ ড. অনুপম সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি থাকবেন শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, ফারুক হোসেন, জাহিদ রেজা নূর ও মশিউর রহমান।
দ্বিতীয় দিন শনিবার থাকবে স্বরচিত লেখা পাঠ, সেমিনার ও স্বরচিত লেখা পাঠ, শিশু-কিশোর সমাবেশ। এদিন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বরেণ্য শিক্ষাবিদ ড. আনিসুজ্জামান।
দুই দিনের অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে গান, আবৃত্তি ও নৃত্যে অংশ নেবেন অভ্যুদয়, বোধন, প্রমা, তারুণ্যের উচ্ছ্বাস, উঠোন ও প্রাপন একাডেমির শিল্পীরা।
বিডি প্রতিদিন/ ০৩ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-৯